Mission & Vision
February 6, 2019
ভাষা, উপ- ভাষা ও সংস্কৃতি হোক অবিনশ্বর —
বাংলার পাশাপাশি ৪৫টিরও বেশী জনগোষ্ঠী রয়েছে।
জীবন ও জীবিকার তাড়নায় এই জনগোষ্ঠী ছড়িয়ে পড়ে আছে বিশ্বব্যাপী।
দু’-একটি গোত্র বাদ দিলে এই সমূদয় জনগোষ্ঠী প্রত্যেকের আলাদা ভাষায় লোকগাঁথা, রূপকথা, পালাগান রয়েছে।
যা আমাদের লোকসাহিত্যকে আরো সমৃদ্ধ করে তুলতে পারে।
কালের আবর্তে এই ভাষাগুলো এখন বিলুপ্তির পথে।
বাংলার বিলুপ্ত প্রায় ভাষা ও সংস্কৃতিকে ফিরিয়ে আনতে bangla21.tv-র এই ক্ষুদ্র প্রয়াস ***